কর্মসূচি

আগামিকাল ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রিয় প্রতিনিধি সভা

আগামিকাল ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় প্রতিনিধি সভা
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় প্রতিনিধি সভা আগামিকাল ২৩ মে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি চৌধুরী আশিকুল আলম। প্রতিনিধি সভায় সংগঠনের অন্তর্ভুক্ত সকল বেসিক ট্রেড ইউনিয়ন এবং সেক্টর ফেডারেশনসহ দেশব্যাপী সংগঠনের ইউনিটসমূহের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। প্রতিনিধি সভা সফল করার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস অন্তর্ভুক্ত সকল সংগঠনের দায়িত্বশীল নেতা-কর্মিদের প্রতি উদাত্ত আহবান জানান। গত ২০২৪ সালের প্রতিনিধি সভায় উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি ১০ দফা দাবিনামা প্রস্তুত করে। ৩০ হাজার টাকা জাতীয় ন্যুনতম মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নসহ উত্থাপিত ১০ দফার ভিত্তিতে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে এ বছরের প্রতিনিধি সভা ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে।

Web Design BangladeshMymensinghWeb Design Bangladesh