টিইউএস’র খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ – বিটিইউএস’র খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা হয়েছে। অদ্য (১৪ জুন) শনিবার যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস এবং সভা পরিচালনা করেন ফেডারেশনের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার ও যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান রাজেস। প্রতিনিধি সভায় ট্রেড ইউনিয়ন সংঘের খুলনা বিভাগে অবস্থিত বিভিন্ন বেসিক ট্রেড ইউনিয়ন ও সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক প্রকাশ দত্ত। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান।
প্রতিনিধি সভায় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা জেলা সভাপতি নাজিউর রহমান নজরুল, কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সভাপতি আব্দুস সালাম শাহ, কেন্দ্রীয় সদস্য ও পাবনা জেলার আহ্বায়ক লিটন বিশ্বাস, খুলনা জেলা কমিটির সহ-সভাপতি ইদ্রিসুর রহমান, যশোর জেলার সহ-সভাপতি আলী কদর মাস্টার ও এ্যাডঃ আহাদ আলী লস্কর, নড়াইল জেলা কমিটির আহ্বায়ক ইয়াছিন বিল্লাহ, মাগুরা জেলা কমিটির আহ্বায়ক মকবুল হোসেন প্রমুখ। এছাড়াও খুলনা লঞ্চ লেবার এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন মাস্টার ও মোঃ রাশেদ মাস্টার, হোটেল শ্রমিক ইউনিয়নের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, সাংগটনিক সম্পাদক আতিকুর রহমান জিহাদ, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের যশোর জেলা সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক তাইজেল ইসলাম, ঝিনাইদহের কালীগঞ্জের হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর কাদের, যশোর অভয়নগর নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, পৌর ইজিবাইক শ্রমিক সংঘের সভাপতি জুলফিকার আলী ভুট্টো, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরণ লাল সরকার প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন।
প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ বলেন,সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার সংকটের প্রতিফলন হিসেবে বিশ্বব্যাপী অবিশ্বাস্য মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, বেপরোয়া শোষণ-লুন্ঠন, ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব, ধন বৈষম্য, শ্রেণি বৈষম্য তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে। এই সামগ্রিক সংকটের প্রতিফলন বাংলাদেশেও পড়ছে।
শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাওয়া, সামগ্রিক অর্থনীতি স্থবির হওয়াসহ জাতীয় ও জনজীবন আজ ভয়াবহ সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। ড. ইউনুস জাতীয় ও জনজীবনের সংকটকে পাশ কাটিয়ে জাতীয় ঐক্য ও সংস্কারের নামে সাম্রাজ্যবাদী পরিকল্পনা অগ্রসর করার নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তারই অংশ হিসেবে জনগণকে অন্ধকারে রেখে মানবিক করিডোর বা চ্যানেল প্রদান, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া ইত্যাদি পদক্ষেপ অগ্রসর করে চলেছে। এর মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধ পরিকল্পনায় সম্পৃক্ত করার তৎপরতা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে শ্রমিক শ্রেণি ও জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
৩০ হাজার টাকা জাতীয় নিম্নতম মজুরিসহ ট্রেড ইউনিয়ন সংঘের ১০ দফা দাবিতে বিভাগের সকল শ্রমিক সেক্টর ও অঞ্চলে শ্রমিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিনিধি সভার উপস্থিত প্রতিনিধিগণ ।